ঈদ শেষে বাড়ি ফেরার পথে গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর করুণ মৃত্যু হয়েছে। দিবাগত শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা-বাইপাস সড়কের যোগীতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চণ্ডীপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে মাহাবুর রহমান (৪০) ও একই উপজেলার বাটুয়াখানা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়া ছেলে মো. ওবাইদুল হক (৪৭)। নিহত দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেল যোগে নারায়নগঞ্জে যাচ্ছিলেন তারা।
একপর্যায়ে তাদের মোটরসাইকেলটি যোগীতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জিএমপি’র বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনের লাশ উদ্ধার করে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।