সালমান, নাসির আর এবার শেখ সাদী — কার ‘পাশে থাকা’র পরীক্ষায় উত্তীর্ণ বললেন প্রভা?

বাংলাদেশি ছোটপর্দার প্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা আবারো আলোচনায়। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং তার ফেসবুক স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। নিজের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি উল্লেখ করলেন এমন কিছু পুরুষের নাম, যারা নিজেদের সঙ্গীর প্রতি সম্মান ও সমর্থনের নিদর্শন রেখেছেন—তাদের মধ্যে ছিলেন সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসির হোসেন। আর সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে শেখ সাদী—পরীমনির বর্তমান জীবনসঙ্গী।

প্রভার ভাষ্য ছিল:

“সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে ,জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে । যাক, আরেকজন পুরুষ দেখতে পেলাম । আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক ,এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।”

এই বক্তব্যের মধ্যে যে কৌশলটা সবচেয়ে চোখে পড়েছে, তা হল—পরীমনি ও শেখ সাদীর সম্পর্ক ঘিরে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া, তবে সরাসরি না বলে ভিন্ন উপায়ে। সালমান ও নাসির, দু’জনেই তাদের সম্পর্ককে প্রকাশ্যে এনে সঙ্গীর পাশে দাঁড়িয়েছেন—একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের মেন্টাল হেলথ ও পার্টনারশিপ নিয়ে সরব ছিলেন, অন্যজন নিজের ক্যারিয়ারের ঝুঁকি নিয়েও ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছেন।

এই তালিকায় হঠাৎ করে শেখ সাদীর নাম আসা, যিনি এখনও মিডিয়াতে অতটা ওপেন নন, কিন্তু পরীমনির সঙ্গে তার ব্যবহার, উপস্থিতি এবং সাপোর্টিভ অবস্থান নিয়ে নেটিজেনরা ইতোমধ্যে প্রশংসা করছে—তা নিজেই বলে দেয়, প্রভা তার স্ট্যাটাসের মাধ্যমে কৌশলে প্রশংসার বৃত্তে পরীমনির পার্টনারকেও এনে ফেলেছেন।

অনেকে মনে করছেন, এই স্ট্যাটাস একদিকে যেমন বাংলাদেশি পুরুষদের প্রতি প্রভার হতাশা প্রকাশ করে, তেমনি অন্যদিকে শেখ সাদী’র মতো পুরুষদের উদাহরণ টেনে অন্যদের জন্য বার্তাও রেখে দিয়েছে। সম্পর্ক মানে কেবল ভালোবাসা নয়, পারস্পরিক সম্মান ও সমর্থন—এই মেসেজটাই যেন জোর গলায় বললেন প্রভা।

স্ট্যাটাসটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। কেউ প্রশংসা করছেন প্রভার খোলামেলা দৃষ্টিভঙ্গির, কেউ আবার এই "তালিকা" নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন।

তবে একথা মানতেই হবে—শেখ সাদী এখন আর কেবল ‘পরীর বর’ নন, ধীরে ধীরে মিডিয়া দুনিয়াতেও তিনি একটা আলাদা জায়গা করে নিচ্ছেন, বিশেষ করে যখন এমন এক ‘প্রভাসম্মত’ সার্টিফিকেট তার নামের পাশে জুড়ে যায়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

আসছে ডেসটিনি এমডির নতুন রাজনৈতিক দল, সদস্য সচীব ফাতিমা তাসনিম Apr 17, 2025
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস ! Apr 17, 2025
শোভাযাত্রার আয়োজকদের ভিনদেশি নম্বর থেকে হু ম কি Apr 17, 2025
ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক সমঝোতায় যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল Apr 17, 2025
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে 'সন্তুষ্ট নয়' বিএনপি Apr 17, 2025
আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত Apr 17, 2025
চীনা পণ্যে নতুন করে আরও ১০০% শুল্ক আরোপ করল ট্রাম্প Apr 17, 2025
অনুদান বাতিলের পর এবার হাভার্ডের কর-ছাড় সুবিধা বাতিলে নজর ট্রাম্পের! Apr 17, 2025
কে সেই পরিমণির স্ট্যাটাসের ‘ব্ল্যাকমেইলার’? Apr 17, 2025
img
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভিন Apr 17, 2025