বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান

বাংলাদেশের পোশাকের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্তকে সমালোচনা করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান।

তিনি মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত মার্কিন ক্রেতাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে, কিন্তু এতে মার্কিন নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর কোনও সম্ভাবনা নেই।

পল ক্রুগম্যান তার সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্য বিশেষজ্ঞ রবার্ট লাইথিজারের কথাও উল্লেখ করেন, যিনি বাণিজ্য সংরক্ষণবাদী হিসেবে পরিচিত এবং মনে করেন, বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি। তিনি বলেন, কিছু দেশ যেমন ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর ওপর উচ্চ শুল্ক আরোপ করা অনুচিত, কারণ বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় সরবরাহ চেইন নিরাপদ রাখতে এসব দেশ গুরুত্বপূর্ণ।

ক্রুগম্যান আরও বলেন, বাণিজ্য-ঘাটতি থাকা মানে এটি ন্যায্য বাণিজ্যনীতির অঙ্গ নয়, এবং শুল্ক নির্ধারণের পদ্ধতিতে সংশ্লিষ্ট দেশের আমদানির ভিত্তিতে শুল্ক নির্ধারণ করা অবাস্তব। তিনি বলেন, এমন পদ্ধতি কখনও পড়ানো হয়নি এবং এটি বাস্তবতা থেকে দূরে।


এসএস/টিএ

Share this news on: