স্মৃতি ইরানির ঘনিষ্ঠ প্রচারণাকারীকে গুলি করে হত্যা

ভারতের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির ছায়াসঙ্গী ছিলেন সুরেন্দ্র সিং। শনিবার রাতে স্মৃতির সেই ছায়াসঙ্গীকেই বাড়িতে ঢুকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা।

আমেথি আসনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে পরাজিত করেছেন স্মৃতি ইরানি।

সুরেন্দ্র সিং-কে হত্যা করা হয় বারাউলিয়া গ্রামে। এ বারের নির্বাচনে শুরু থেকে শেষ পর্যন্ত স্মৃতি ইরানির সঙ্গে প্রচার কাজ চালিয়েছিলেন বারাউলিয়ার এই প্রাক্তন গ্রামপ্রধান। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্মৃতির জয়ের নেপথ্যে অন্যতম মূল কারিগর ছিলেন ৫০ বছর বয়সী সুরেন্দ্র।

এই বিষয়ে পুলিশের বক্তব্য, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে চেপে সুরেন্দ্রর বাড়িতে আসে। তাদের প্রত্যেকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। সুরেন্দ্র তখন ঘরে শুয়েছিলেন। সেই সময়ই সন্ত্রাসীরা ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। ঘটনার খবর চাউর হতেই গ্রামবাসীরা ছুটে আসেন। সুরেন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আমেথির পুলিশ সুপার এই প্রসঙ্গে বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত বিবাদে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

আমেথিতে নির্বাচনী প্রচারের সময় স্মৃতি ইরানি ও সুরেন্দ্রের বিরুদ্ধে গ্রামবাসীদের জুতা বিলি করার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় বিজেপি। 

 

টাইমস/এসআই

Share this news on: