ট্রাম্প সব দেশের সঙ্গে শুল্ক নিয়ে ‘ভিন্ন পদ্ধতিতে’ আলোচনা করবেন

যেসব দেশ শুল্ক নিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে সেই সব দেশের সঙ্গে ‘ভিন্ন ও আলাদা পদ্ধতিত‘ আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট।

এর আগে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন। সেখানে দক্ষিণ কোরিয়া নিয়ে বেশ কিছু লেখা লেখেন। সঙ্গে জানান দক্ষিণ কোরিয়ার মতো অন্য দেশগুলোর সঙ্গে তারা কাজ করছেন। যাদের সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চায়। ট্রাম্প আরও জানান, দক্ষিণ কোরিয়ার মতো অন্য দেশগুলোর সঙ্গে শুল্কের বাইরেরও বিভিন্ন বিষয়গুলোর সামনে আনছেন তারা। যেগুলো নিয়ে এসব দেশকে আলোচনা করতে ‘বাধ্য’ করছে যুক্তরাষ্ট্র। এই পোস্টে তিনি ‘এক জায়গায় কেনাকাটা’ এমন একটি কথা উল্লেখ করেন।

তার ‘এক জায়গায় কেনাকাটা’ মন্তব্য নিয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেটের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি জিজ্ঞেস করেন, ট্রাম্প কি শুল্ক নিয়ে আলোচনার জন্য সব বিশ্ব নেতাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পরিকল্পনা করছেন কি না।

জবাবে প্রেস সেক্রেটারি জানান, ‘এ রকম কিছু না’। এর বদলে ট্রাম্প প্রত্যেক দেশের সঙ্গে ‘আলাদা ও ভিন্ন পদ্ধতিতে’ আলোচনা করবেন। আর এই আলোচনায় বৈদেশিক সহায়তা ও সেনা উপস্থিতির মতো বিষয়গুলো থাকতে পারে। সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “আলোচনায় আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা হবে যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী।”

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির বক্তব্য থেকে বোঝা যায়, ট্রাম্প শুল্ক আরোপের বিষয়টির মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ডিএমপিতে ঊর্ধ্বতন ৩ কর্মকর্তার রদবদল Apr 17, 2025
img
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ Apr 17, 2025
img
বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে : বিমান উপদেষ্টা Apr 17, 2025
img
কাপড় থেকে কাদার দাগ উঠানোর সহজ উপায় Apr 17, 2025
img
শাহরুখ-ফারহানের দ্বন্দ্বে যা বললেন আলি খান Apr 17, 2025
img
সাবেক স্বামী নাগা চৈতন্য নাকি হৃতিক, সামান্থার কাছে সেরা কে? Apr 17, 2025
img
শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা Apr 17, 2025
img
চোর সন্দেহে যুবকেকে গণপিটুনি, দুই দিন পর মৃত্যু Apr 17, 2025
img
একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা Apr 17, 2025
img
রো‌হিঙ্গা‌দের জন্য ১ কো‌টি ২৭ লাখ মা‌র্কিন ডলার মানবিক সহায়তা সুইডেনের Apr 17, 2025