লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৪২ বাংলাদেশে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় বিশেষ বিমানে তারা বাংলাদেশে অবতরণ করবেন। বুধবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।

১৪২ বাংলাদেশীর মধ্যে দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি থাকা ১৬ বাংলাদেশি কর্মী রয়েছেন। এই ১৬ কর্মী ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে তাদের উদ্ধার ও প্রত্যাবাসনে কাজ করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

এই উদ্ধার অভিযানের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি— জিম্মি থাকা অবস্থায় যাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছিল, সেই মানব পাচারকারী ও মাফিয়া চক্রের প্রধান ফখরুদ্দিনকে ১৭ মার্চ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয়েছে বিমানবন্দর থানায়। ফখরুদ্দিন বর্তমানে জেল হাজতে আছেন

এফপি 

Share this news on: