সাভারে পিকআপসহ আটক ডাকাত চক্রের ৫ সদস্য

সাভারে বিশেষ অভিযানে একটি পিকআপসহ আন্ত জেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ এপ্রিল) রাতে ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে হেমায়েতপুর ভরারী গার্মেন্টসের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাপতি কৃষ্টপুর গ্রামের আ. হান্নান মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (২২), ঢাকা জেলার সাভার থানার বাড়ইপাড়া গ্রামের মো. শামসুলের ছেলে মো. বাবুল (৪১), একই থানার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত এখলাস মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (৩০), বগুড়া জেলার শিবগঞ্জ থানার তেলেপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. শিপন ইসলাম (২৩) ও ভোলা জেলার লালমোহন থানার ফরাজগঞ্জ গ্রামের সালাহউদ্দিন দর্জির ছেলে মো. সবুজ (৪২)।

ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর ভরারী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএম/টিএ

Share this news on: