টানা চতুর্থবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হলেন খলিলুর রহমান

কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান টানা চতুর্থবারের মতো ব্যবসায়ী-শিল্পপতিদের অন্যতম বৃহৎ সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন।

রোববার ২০১৯-২১ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করেন মেট্রো চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা। পরিচালক নির্বাচিত হয়েছেন ৪০ জন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হারাধন দে রোববার ৮ সদস্যের কার্যকরী পরিষদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত অন্যরা হলেন- প্রথম সহ-সভাপতি শওকত আলী চৌধুরী, সহ-সভাপতি সাইফুল আলম মাসুদ, এএম মাহবুব চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, এমএ মালেক, জসিম উদ্দিন চৌধুরী এবং কোষাধ্যক্ষ নুরুল আবছার। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে জসিম উদ্দিন চৌধুরী কার্যকরী পরিষদে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। বাকি ৭ জন গতবারও দায়িত্বে ছিলেন। নির্বাচিতরা আগামী দুই বছর মেয়াদে (২০১৯-২০২১) দায়িত্ব পালন করবেন।

মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এএম মাহবুব চৌধুরী বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। সেই তফসিল অনুযায়ী পরিচালকের ৪৭টি পদে ৪৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পর্ষদের সবাই নির্বাচিত হন। পরিচালকরা পরবর্তীকালে ৮ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় কার্যকরী পরিষদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: