খালি পয়সা খান, কাম তো করেন না : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে ফোনে কোনো এক কর্মকর্তার প্রতি ক্ষোভ ঝাড়তে দেখা গেছে। ফোনে কথা বলার সময় তিনি বলেছেন, ‘পয়সা খাবেন, পকেটে ঢোকাবেন খালি; কাম করবেন না। শোনেন, না হলে আপনারে কিন্তু রিপেয়ার করে দেব।’

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেছেন, ‘জানেন না যে আমরা এখানে আসব। ও, আপনি খোঁজও রাখেন না। খরচার হাওরের রাবার ড্যাম লিক হয়েছে কেন? কয়দিন লাগবে? শোনেন, না হলে কিন্তু আপনারে রিপেয়ার করে দেব, বুঝতে পারছেন। পয়সা খাবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাজ করবেন না।

রাবার ড্যামের কাজ আপনি সাত দিনের মধ্যে শেষ করবেন।’ পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই কর্মকর্তাকে ঘটনাস্থলে আসতে বলেন।

এর আগে আজ সকালে সিলেটে সফরে গিয়ে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লাল গালিচা বিছানো দেখেন তিনি।

আর এটা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লাল গালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন।

সঙ্গে সঙ্গে সেটা সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, ‘এগুলো রাখতে আমি না করেছি। তার পরও এগুলো কেন দিয়েছ? আমি বারবার বলে দিয়েছি, এগুলো হবে না।

প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছ না।’

পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের থাকা-খাওয়ায় কিন্তু অনেক বড় সমস্যা।’

তিনি বলেন, ‘আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, কিন্তু তাদের তো দিতেও হবে কিছু। আপনারা এই বিষয়ে কথা বলবেন।’ তিনি বলেন, ‘অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে। যে যা-ই বলুক রোজার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে না?’

পুলিশের কাছে থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন।

এ ছাড়া যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আগ্রহ দেখায়নি বেসরকারি চ্যানেল, বিটিভি দেখাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ Apr 18, 2025
img
ঘরোয়া ক্রিকেটেও রান পাচ্ছেন না মাহমুদউল্লাহ Apr 18, 2025
img
রাজধানীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, যুবক গ্রেফতার Apr 18, 2025
img
জুমার দিনের যে সময় দোয়া কবুল হয় Apr 18, 2025
img
সঠিক সমালোচনা করুন কিন্তু গুজব ছড়াবেন না : ফয়েজ আহমদ তৈয়্যব Apr 18, 2025
img
চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার Apr 18, 2025
img
কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের : ধর্ম উপদেষ্টা Apr 18, 2025
img
সন্তান বিক্রির টাকায় মোবাইল-অলংকার কিনলেন মা Apr 18, 2025
img
ভারতে মুসলিমদের ‘নিরাপত্তা’ নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি Apr 18, 2025
img
ওয়েব সিরিজে এবার একসঙ্গে গোয়েন্দা চরিত্রে আলি ফজল ও সোনালি বেন্দ্রে Apr 18, 2025