ফেনীর দাগনভূঞায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা-বসুরহাট সড়কের নতুনপুল শরীফপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চাঁনপুুর এলাকার মো. সেলিমের ছেলে সিএনজি অটোরিকশা চালক নজরুল ইসলাম (৩০) ও নোয়াখালী কোম্পানিগঞ্জের চরহাজারী এলাকার সফিকের ছেলে রাজীব (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাগনভূঞা-বসুরহাট সড়কের নতুনপুল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নজরুল ইসলামের মৃত্যু হয়। পরে রাজীব নামে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।