ঠাকুরগাঁওয়ের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের পাশে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকটি শ্রেণিকক্ষে আগুন লাগে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন জানিয়েছেন, এটি চলমান এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র হলেও আগুনে ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে সিট প্ল্যান ছিল না। ফলে পরীক্ষার্থীদের ঘাবড়ানোর কিছু নেই, পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুনের হাত থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তদন্তের আশ্বাস দিয়েছে।
এসএস