মরার আগে নিজের চল্লিশা করলেন বানেছা বেওয়া

মৃত্যুর পর চল্লিশা আয়োজন নিয়ে চিন্তা না করে, নিজেই তার চল্লিশা আয়োজন করেছেন ৯৬ বছরের বানেছা বেওয়া। রাজশাহীর খড়খড়ি বাইপাস কমলাপুর গ্রামের প্রয়াত ইনছার আলীর স্ত্রী, বানেছা এদিন নীল-সাদা শামিয়ানা দিয়ে সাজানো একটি বিশাল প্যান্ডেল স্থাপন করেন। গরু ও ছাগল জবাই করে দেড় হাজার মানুষের জন্য খাবার রান্না করা হয়। আশপাশের গ্রামসহ দূরবর্তী গ্রামের মানুষও এই ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হতে উপস্থিত হন।

বানেছা বেওয়া ১২ সন্তানের মা, এবং আজকের আয়োজনে তার আট ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ প্রায় ৬০ জন পরিবার সদস্য উপস্থিত ছিলেন। সবাই খেয়ে দোয়া করেন বানেছার জন্য। বয়সের ভারে নুয়ে পড়লেও, তার মন এখনও উদ্যমী। নিজের আয়োজনে সন্তুষ্ট, তিনি বলেন, "মরার পরে যদি কেউ চল্লিশা না করে, তাই আগেই করলাম। এতে সবাইকে খাওয়ানোও হলো, দোয়াও পেলাম। এখন মনে শান্তি লাগছে। বেঁচে থাকতেই মানুষের দোয়া পাওয়া কত সুন্দর!"


এসএস

Share this news on: