ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলার নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার’ রাখা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় অনুষ্ঠিত নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বীর উত্তম এ কে খন্দকার, যিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য অকুতোভয় লড়াই করেছেন, তাঁর অবদানের জন্য এই ঘাঁটির নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দেশকে বিজয়ের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্বাধীনতা পরবর্তীতে তিনি প্রথম বিমানবাহিনীর প্রধান নিযুক্ত হন এবং যুদ্ধবিধ্বস্ত বাহিনী পুনর্গঠন করেন। তাঁর অসামান্য নেতৃত্ব এবং দেশ গঠনে অবদান হিসেবে তিনি ‘স্বাধীনতা পুরস্কার-২০১১’ লাভ করেন।
নামকরণ অনুষ্ঠানে বীর উত্তম এ কে খন্দকারের পরিবার, সহকারী বিমানবাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।