যুক্তরাজ্য ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা দেবে ইউক্রেইনকে

যুক্তরাজ্য ইউক্রেইনের জন্য আরও ৪৫ কোটি পাউন্ড সামরিক সহায়তা প্রদানের ঘোষণা করেছে। ব্রাসেলসে ৫০ দেশের প্রতিনিধিদের নিয়ে যুক্তরাজ্য ও জার্মানির একটি সম্মেলন আয়োজনের মাঝেই এমন ঘোষণা এল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, প্রতিরক্ষা কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘চাপ তৈরি’ করা এবং ইউক্রেইনে আগ্রাসন বন্ধে তাকে বাধ্য করার জন্য এ সম্মেলন আয়োজন করছে।
তিনি বলেন, ইউক্রেইনের প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।

বিবিসি জানায়, ইউক্রেইনের জন্য যে সহায়তা ঘোষণা করা হয়েছে তাতে শতসহস্র ড্রোন, ট্যাঙ্ক-বিধ্বংসী মাইন এবং সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।

সহায়তা প্যাকেজের প্রায় ৩৫ কোটি পাউন্ড যুক্তরাজ্য সরবরাহ করবে। আর ইউক্রেইনের জন্য যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে নরওয়ে থেকে বাড়তি তহবিল আসবে।
ইউক্রেইনকে ইতোমধ্যেই সরবরাহ করা যান এবং সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬ কোটি পাউন্ড সহায়তা প্যাকেজে বরাদ্দ করা হয়েছে।

সরকার জানিয়েছে, রাডার সিস্টেম, ট্যাঙ্ক-বিধ্বংসী মাইন এবং লাখ লাখ ড্রোনের জন্য ২৫ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের ‘ক্লোজ ফাইট’ সামরিক সহায়তাও এই প্যাকেজে আছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, “ইউক্রেইনকে সথাসম্ভব শক্তিশালী অবস্থানে রাখার জন্য এই গ্রুপের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধের কথা ভুলে শান্তি বিপন্ন করতে পারি না। সে কারণে আজকের সহায়তা প্যাকেজটি ইউক্রেইনের সম্মুখ সারির যুদ্ধে সমর্থন বাড়াবে।”

ব্রাসেলসে ইউক্রেইন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠকে তিনি বলেন, “২০২৫ সাল ইউক্রেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমাদের কাজ হল ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া।”
অন্য দেশগুলো ইউক্রেইনের জন্য আরও বেশিকিছু কি করতে পারে তা ভেবে দেখতে অন্য দেশগুলোকে আহ্বান জানান তিনি।

ইউক্রেইনকে দেওয়া সামরিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় যুক্তরাজ্য এই তহবিল দিচ্ছে। গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক শীর্ষ সম্মেলনের পর ইউক্রেইনের জন্য ১দশমিক ৬ বিলিয়ন পাউন্ডের ক্ষেপণাস্ত্র চুক্তি ঘোষণা করেছিলেন।

এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফার মাধ্যমে আরও সামরিক সাহায্য দেওয়ার জন্য ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়া হয়।

তবে যুক্তরাজ্য সরকার ঘোষিত এই সহায়তা প্যাকেজটিকে ‘ছোট পরিবর্তন’ আখ্যা দিয়ে ইউক্রেইনকে আরও তহবিল দেওয়ার জন্য যুক্তরাজ্যে রাশিয়ার সম্পদ জব্দ করতে সরকারকে আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্র্যাটরা।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাবর-রিজওয়ানকে নিয়ে সমাধান দিলেন ইউনিস খান Apr 18, 2025
img
মেঘনা গ্রুপের কাছে তিতাস গ্যাসের বকেয়া ৮৬২ কোটি টাকা Apr 18, 2025
img
নৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না : পার্বত্য উপদেষ্টা Apr 18, 2025
img
উড্ডয়নের সময় খরগোশের সঙ্গে ধাক্কা খেয়ে উড়োজাহাজে আগুন Apr 18, 2025
img
ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন Apr 18, 2025
img
ভাই সোহেলের ছবি থেকে সরে দাঁড়িয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন সালমান খান! Apr 18, 2025
img
রাখাইনে এখন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিস্থিতি নেই : খলিলুর রহমান Apr 18, 2025
img
উদ্ধার হলো শখ পূরণে বিক্রি করে দেওয়া সেই শিশু Apr 18, 2025
img
নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন Apr 18, 2025
img
গুজরাটে গ্লেন ফিলিপসের বদলি লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা Apr 18, 2025