মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আবারও রাশিয়া সফর করেছেন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, এই সফর নিশ্চিত হলে, গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নেওয়ার পর থেকে এটি হবে তৃতীয় বৈঠক।
এর আগে গত সপ্তাহে, পুতিনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সহকারী কিরিল দিমিত্রিভ যুক্তরাষ্ট্র সফর করেন। তাকে স্বাগত জানানোর জন্য হোয়াইট হাউসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উইটকফও ছিলেন।
রুশ বিমান চলাচল পর্যবেক্ষণকারী পরিষেবাগুলোর মতে, ট্রাম্পের দূত উইটকফের সঙ্গে যুক্ত একটি বিমান রাতারাতি ফ্লোরিডা থেকে সেন্ট পিটার্সবার্গে ভ্রমণ করেছে।
উইটকফ এর আগে রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ের আলোচনায় সফল হয়েছিলেন। যার মধ্যে ফেব্রুয়ারিতে পুতিনের সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকও ছিল। বিনিময়ের মধ্যে রাশিয়ান ক্রিপ্টো উদ্যোক্তা আলেকজান্ডার ভিনিক এবং রাশিয়ায় মার্কিন দূতাবাসের প্রাক্তন কর্মকর্তা মার্ক ফোগেলকে তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে আনা হয়।
গত মার্চ মাসে সৌদি আরবে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদলেরও অংশ ছিলেন উইটকফ। রিয়াদে অনুষ্ঠিত আলোচনাগুলো ইউক্রেন সংঘাতের ওপর ছিল।
আরএ/টিএ