আমেরিকায় জীবিত হয়েও 'মৃত', ৬ হাজার অভিবাসীর স্বপ্ন ভাঙছে
মোজো ডেস্ক 11:10PM, Apr 11, 2025
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ‘স্বেচ্ছা নির্বাসনে’ বাধ্য করতে সামাজিক সুরক্ষা নম্বর (SSN) বাতিলের অভিযোগ উঠেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। সমালোচকদের দাবি, মূলভূখণ্ড থেকে অভিবাসীদের ঠেলে দিতে এই কৌশলই নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট।
এর ফলে, এই ধরনের অভিবাসীরা আর এসএসএন ব্যবহার করতে পারবেন না। মূলত মৃতদের তালিকায় জীবিত অভিবাসীদের নাম ঢুকিয়ে এই ঘৃণ্য কৌশল বাস্তবায়নের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হাফপোস্ট। প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার অভিবাসীর অস্থায়ী বৈধ অবস্থান বাতিল করতে আগ্রাসী হয়ে উঠে তার প্রশাসন। মূলত এই পদক্ষেপের ফলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন যারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে দেশটিতে আইনি বৈধতা পেয়েছিলেন।
অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে এখন ট্রাম্প প্রশাসন আরও কঠোর এক কৌশল নিয়েছে। আর তা হচ্ছে: অভিবাসীদের 'স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে' চাপ দেয়ার জন্য তাদের বৈধভাবে প্রাপ্ত সোশ্যাল সিকিউরিটি নম্বর (এসএসএন) কার্যত বাতিল করা হচ্ছে। এ বিষয়ক নথি ও সংশ্লিষ্ট ছয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকারে উঠে এসেছে এই সব তথ্য।
এই পদক্ষেপের লক্ষ্য বেশ স্পষ্ট। আর তা হলো ওই অভিবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের মতো গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা ও সরকারি সুবিধাগুলো পাওয়া থেকে বাইরে ঠেলে দেয়া।