ইলন মাস্কের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বিরুদ্ধে পাল্টা ‘হয়রানির’ মামলা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই। এতে টেসলা ও এক্সের মালিকের সঙ্গে প্রতিষ্ঠানটির চলমান দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বুধবার (৯ এপ্রিল) ক্যালিফোর্নিয়ার আদালতে দায়ের করা মামলায় মাস্কের বিরুদ্ধে ‘হয়রানিমূলক আচরণ’ ও ‘বেআইনি ও অন্যায় পদক্ষেপ’ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে যেন মাস্ক ওপেনএআই-এর বিরুদ্ধে এমন পদক্ষেপ না নিতে পারেন, সে জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। তবে ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ছেড়ে দেন মাস্ক। এরপর ২০২৩ সালে নিজস্ব এআই প্রতিষ্ঠান xAI গড়ে তোলেন তিনি। এরপর থেকেই মাস্ক ওপেনএআইকে লাভজনক মডেলে রূপান্তর ঠেকাতে আইনি লড়াইয়ে নেমেছেন। এমনকি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধেও মামলা করেছেন।

তবে এবার মাস্কের বিরুদ্ধেই পাল্টা পদক্ষেপ নিয়েছে ওপেনএআই। এক বিবৃতিতে তারা জানায়, মাস্ক এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিতে ওপেনএআই-কে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে চাচ্ছেন। তাকে থামাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০২৬ সালের মার্চে বিচার শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।


এসএস

Share this news on: