গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিম।
দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে ১০টি জরুরি সেবা বুথ।
শুক্রবার (১১ এপ্রিল) চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিটি বুথে ১৫ থেকে ২০ জনের একটি করে দল দায়িত্ব পালন করবে। তাদের মধ্যে থাকবেন চিকিৎসক, নার্স এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি থাকছে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যবস্থাও।
জরুরি সেবা বুথে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে গ্লুকোজ পরীক্ষা করানোর সুযোগ পাবেন কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকবে ৬টি অ্যাম্বুলেন্স।
এ বিষয়ে ন্যাশনাল ডক্টরস ফোরামের এক মুখপাত্র বলেন, “গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে যারা রাজপথে থাকবেন, তাদের যেন কোনো ধরনের স্বাস্থ্যসেবার অভাব না হয়, সেজন্য আমাদের এই প্রস্তুতি। আমরা মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নিচ্ছি, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে কেবল মানুষকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।”
এসএস