গাজা ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেডক্রস। সংস্থাটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখন এমন এক বাস্তবতায় আছি, যেটাকে আমাকে বলতে হচ্ছে—পৃথিবীর দোযখ।”

তিনি জানান, গাজায় মানুষ বিদ্যুৎ, পানি ও খাবারের মতো মৌলিক সেবা থেকেও বঞ্চিত।

রেডক্রস সতর্ক করেছে, অস্থায়ী হাসপাতালগুলো চালাতে প্রয়োজনীয় রসদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী দুই সপ্তাহের মধ্যেই তারা হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে।

এর আগে ২ মার্চ থেকে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। সেসময় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইসরায়েল তা ভঙ্গ করে। ১৮ মার্চ রাতে ব্যাপক বিমান হামলায় এক রাতেই চার শতাধিক ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েলের দাবি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪২ দিনের যুদ্ধবিরতিতে তারা গাজায় ২৫ হাজার ট্রাক ত্রাণ সরবরাহ করেছে। তবে ত্রাণ ঢোকা বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়ে রেডক্রস প্রেসিডেন্ট বলেন, “গত ছয় সপ্তাহে গাজায় কিছুই প্রবেশ করেনি। ফলে আমাদের সঞ্চিত রসদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “যদি জরুরি সহায়তা এখনই নিশ্চিত না করা হয়, তাহলে গাজার চিকিৎসাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে।”


এসএস

Share this news on: