জাহ্নবীর বন্ধুর উপহারের ল্যাম্বরগিনিটি রয়েছে মাত্র হাতে গোনা
মোজো ডেস্ক 11:20AM, Apr 12, 2025
এটি অবশ্যই সাধারণদের মতো উপহার নয় । সুদূর ইতালি থেকে এসেছে এই উপহার। বেগুনি রঙের এক ল্যাম্বরগিনি উপহার দিয়েছেন অনন্যা। তাতে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। রয়েছে ৮.৪ ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেম। রয়েছে সেন্টার কনসোলও।
ইতালির ডিজাইনে নির্মিত এই গাড়ির ভারতে সংখ্যা হাতে গোনা। প্রিয় বান্ধবীকে সারপ্রাইজ দিতে এমনই এক উপহার পাঠিয়েছেন অনন্যা! সঙ্গে পাঠিয়েছেন এক উপহার বাক্সও। তাতে লেখা, 'ভালোবাসা সহ, অনন্যা বিড়লা'।
এ খবর নেটিজেনদের কাছে পৌঁছাতে বেশি সময় লাগেনি। হাসিতে ফেটে পড়েছেন তারা। বলছেন, 'ইশ, এমন বন্ধু যদি আমাদেরও থাকত।'
গাড়ির প্রতি বরাবরই তীব্র আকর্ষণ রয়েছে জাহ্নবীর। তার গাড়ির তালিকায় রয়েছে টয়োটা লেক্সাস, যার দাম আড়াই কোটি। রয়েছে মার্সেডিজ, দাম ওই ৬৮ লাখের মতো। রয়েছে একটি বিএম ডব্লিউও। এবার তালিকায় যুক্ত হল ল্যাম্বারগিনি, সৌজন্যে বেস্ট ফ্রেন্ড।