তাজমহলের মালিকানা দাবি করে আদালতে ডিএনএ জমা, ভারতজুড়ে তোলপাড়!

ভারতের ঐতিহাসিক তাজমহলের মালিকানা দাবি করে আলোচনার ঝড় তুলেছেন হায়দ্রাবাদ নিবাসী ইয়াকুব হাবিবউদ্দিন টুসি নামের এক ব্যক্তি। নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম দাবি করে আদালতে ডিএনএ প্রতিবেদন পর্যন্ত জমা দিয়েছেন তিনি। এমন দাবিতে সরগরম এখন ভারতজুড়ে।

বনেদি চলন আর মুঘল বেশভূষায় ফুটিয়ে তুলেছেন আভিজাত্য। রাজা বাদশাদের আমল ফুরিয়েছে ঠিকই, কিন্তু ইয়াকুব হাবিবউদ্দিন টুশি যেন বাস করেন ভিন্ন জগতে। তা না হলে গোটা তাজমহলটাই দাবি করে বসবেন কেন?

ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ইয়াকুব নিজেকে মুঘল বংশের উত্তরসূরী হিসেবে দাবি করে আসছেন দীর্ঘদিন। নামের আগে জুড়ে দিয়েছেন প্রিন্স উপাধি। নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম দাবির পর স্বপক্ষে ডিএনএ প্রতিবেদনও জমা দিয়েছেন ইয়াকুব। চাইছেন সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহলের মালিকানা।

এর আগে অযোধ্যায় বাবরী মসজিদের জমির মালিকানা নিয়েও ওয়াকফো বোর্ডের সাথে বিরোধে জড়িয়েছিলেন প্রিন্স ইয়াকুব। পরে সেখানে রাম মন্দির নির্মাণের সমর্থন দিয়ে সোনার ইট উপহারও দিয়েছিলেন। বর্তমানে সপ্তদশ শতাব্দীর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধির মোতোয়ালী বা রক্ষকের দায়িত্ব পালন করছেন সঘোষিত প্রিন্স ইয়াকুব।

তবে এই দাবি নিয়ে উঠছে নানা প্রশ্ন। ইতিহাসবিদদের একাংশ মনে করছেন, এমন দাবির আইনি ভিত্তি দুর্বল এবং তা ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে হাস্যরস ও আলোচনা।

এসএন 

Share this news on:

সর্বশেষ