‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে এসে কাকরাইল মোড়ের রাস্তায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার উদ্দেশ্যে শনিবার (১২ মার্চ) দুপুরে কাকরাইল মোড়ে জড়ো হন বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ। এ সময় জোহরের আজান দিলে রাস্তায় ওপর নামাজ আদায় করতে দেখা যায় তাদের।
দুপুর দেড়টায় মুসল্লিরা সড়কের ওপর সারিবদ্ধ হয়ে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তাদের অনেকের সঙ্গেই ফিলিস্তিনের পতাকা দেখা যায়। রাস্তায় নামাজ পড়লেও এ সময় যান চলাচলে বাধা সৃষ্টি হয়নি। নামাজের জামাতের পাশে রাস্তা খানিকটা ফাঁকা রাখায় যান চলাচল ছিল স্বাভাবিক। তবে কিছুটা ধীরগতির ছিল গাড়ি।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বাড্ডা থেকে আসা আমিনুল ইসলাম নামাজ শেষে বলেন, ‘আমরা যাওয়ার পথে এখানেই আজান দেয়। সবাই নামাজে দাঁড়িয়ে পড়লে আমিও নামাজে অংশ নেই। দোয়া করলাম ফিলিস্তিনের জন্য। আল্লাহ যেন তাদের বিপদ থেকে উদ্ধার করেন।’
‘টিভিতে যখন গাজার খবর দেখি, তখন আমার মন কাঁদে। এ জন্য যখন আমি মার্চ ফর গাজা কর্মসূচি দেখলাম, তখনই এখানে ছুটে এলাম। এই গণহত্যা বন্ধ হওয়া দরকার।’ বলেছে মার্চ ফর গাজা কর্মসূচি অংশ নেওয়া মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম।
ফিলিস্তিন বিষয়ে মাদ্রাসা শিক্ষক শামসুল আলম বলেন, ‘মানুষকে মানুষের মতো আচরণ করতে হয়। কিন্তু ইসরায়েল সেটা করছে না। তারা ফিলিস্তিনে নারী-শিশুদের হত্যা করছে। যুদ্ধেরও নীতি রয়েছে। তারা সেই নীতি মানছে না। আমরা এর প্রতিবাদ জানাতে আজ মার্চ ফর কর্মসূচি করছি। যাতে সবাই মানুষ হিসেবে বাঁচতে পারে।’
এফপি/এস এন