পরিবর্তন করা হয়েছে বাংলা নববর্ষে আয়োজিত শোভাযাত্রার নাম। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই নামেই এবার বর্ষবরণের অনুষ্ঠানও আয়োজন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং চারুকলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ।
চারুকলা ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রা আয়োজন করে আসছে। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেন।
অন্যান্য বছরের চেয়ে এ বছরের শোভাযাত্রাটি হবে সর্ব বৃহৎ, বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ। এবারের আয়োজনের ২৮ টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রাটি সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজক সংশ্লিষ্টরা। বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও স্বার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থী আইন শৃঙ্খলাবাহিনীর সমন্বয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এফপি/ এস এন