কুষ্টিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
মোজো ডেস্ক 08:28PM, Apr 12, 2025
কুষ্টিয়া জেলার সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উপজেলার বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেলা স্টেশনের সহকারী পরিচালক জানে আলম।
নিহতরা হলো, উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৬)। তারা কুমারগাড়া বিসিক শিল্প নগরীর কিয়াম মেটাল ইন্ড্রাস্ট্রিজের শ্রমিক ছিলেন।
হাইওয়ে কুষ্টিয়া থানার ইন্সপেক্টর সৈয়দ আল মামুন বাসস’কে জানান, সকাল ৮টার সময় কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন মারা যায়। একজন গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাসটিকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়ধীন রয়েছে।