যে অভিশাপের ভয়ে আতঙ্কে ইহুদিরা!

গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ-এর একটি ভবিষ্যদ্বাণী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না এবং ভেঙে যাবে। এটি বাইরের কোনো শক্তির কারণে নয়, বরং নিজেদের মধ্যে জাতিগত ও উপজাতিগত কোন্দলের কারণে হবে।
 
তালমুদ-এ এই ভবিষ্যদ্বাণীটি ‘লা’নাতুল আকদিস সামিন’ বা ‘অষ্টম দশকের অভিশাপ’ নামে পরিচিত। ইতিহাসে দেখা গেছে, গত দুই হাজার বছরে প্রতিষ্ঠিত বেশিরভাগ ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টেকেনি। কিং ডেভিড ও হাসমোনিয়ান রাজত্ব দুটি ৮০ বছরের বেশি স্থায়ী হলেও, তাদেরও ভাঙন ধরেছিল ৮০ বছরের মাথায়।
 
বর্তমানে আধুনিক ইসরায়েলের বয়স ৭৬ বছর। ২০২৮ সালে ৮০ বছর পূর্ণ হবে। তালমুদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ২-৪ বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যেতে পারে। এই আশঙ্কা ইসরায়েলের অনেক নাগরিক ও নেতার মধ্যে বিরাজ করছে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক গত বছর এক নিবন্ধে লিখেছিলেন, ‘ইহুদিদের গোটা ইতিহাসে দুটি ছাড়া ৮০ বছরের বেশি স্থায়ীত্বকালের কোনো রাষ্ট্র ইহুদিদের ছিল না।’ এছাড়া, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও নির্বাচনী প্রচারণায় এই ভবিষ্যদ্বাণীকে অস্বীকার করে বলেছেন, একমাত্র তাদের নেতৃত্বেই ইসরায়েল এই অভিশাপ থেকে মুক্তি পাবে।

বিশ্লেষকরা মনে করছেন, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও আক্রমণাত্মক মনোভাব এই অভিশাপের ভয় থেকেই উদ্ভূত। তারা মনে করছেন, ইসরায়েল নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া হয়ে উঠেছে, কিন্তু তালমুদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনের কারণে তাদের পতন অনিবার্য।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

আজহারির যে স্লোগান শুনে উ'ত্তা'ল হলো সোহরাওয়ার্দী উদ্যান Apr 13, 2025
টিএসসিতে পানি বিতরণ করা কে এই ব্যক্তি? Apr 13, 2025
সোহরাওয়ার্দীতে বিরল দৃশ্যের দেখা পাওয়া গেলো Apr 13, 2025
সোহরাওয়ার্দী উদ্যান এক জনসমুদ্র Apr 13, 2025
কেমন হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ পাঠদান পদ্ধতি? Apr 13, 2025
কর্মসূচি শেষে অ্যাম্বুলেন্সে করে বের হয়ে গেলেন মিজানুর রহমান আজহারী Apr 13, 2025
মার্চ ফর গাজা'র মঞ্চের সামনে হঠাৎ হট্টগোল; কী ঘটেছিল? Apr 13, 2025
মিজানুর রহমান আজহারীর স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান! Apr 13, 2025
মিজানুর রহমান আজহারীর স্লোগানে প্রকম্পিত সোহরাওয়ার্দী Apr 13, 2025
পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে যা বললেন শুভেন্দু Apr 13, 2025