সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন দাবি, জড়িত মেঘনার সহযোগী সমির

সৌদি আরবে সদ্য বিদায়ী রাষ্ট্রদূতের কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করেছিলেন গ্রেফতার হওয়া ব্যবসায়ী মো. দেওয়ান সমির—এমন তথ্য উঠে এসেছে পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, তিনি সুন্দরী নারীদের ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলার চেষ্টাও করতেন। এ ঘটনায় ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় আজ শনিবার আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মো. দেওয়ান সমির (৫৮) ‘কাওয়াই গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী ছিলেন। ওই গ্রুপের একটি ভিসা প্রসেসিং সেন্টার রয়েছে, যার মাধ্যমে জাপানের ভিসা দেওয়া হয়। এ প্রতিষ্ঠানে অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত ছিলেন মডেল ও উদ্যোক্তা মেঘনা আলম। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।

পুলিশ জানায়, দেওয়ান সমির দীর্ঘদিন ধরে ‘সুন্দরী নারীদের’ মাধ্যমে প্রভাবশালী কূটনীতিক ও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায়ের ফাঁদ তৈরি করতেন। সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানও এর শিকার হতে যাচ্ছিলেন। পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি ও মেঘনা রাষ্ট্রদূতের কাছে সরাসরি ৫ মিলিয়ন ডলার (৫০ লাখ) দাবি করেন।

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবারসৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি দেওয়ান সমির বিদেশি রাষ্ট্রদূতদের টার্গেট করে চাঁদাবাজির জাল বিছিয়ে আসছিলেন।

এ ঘটনার পেছনে রয়েছে এক বিস্ময়কর সম্পর্কের জট। মেঘনা আলম ও সৌদি রাষ্ট্রদূতের পরিচয় ঘটে আট মাস আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মাধ্যমে। আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাঁদের। সেখান থেকে শুরু হয় ঘনিষ্ঠতা। রাষ্ট্রদূত মেঘনার ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন, একসঙ্গে ঘোরাঘুরি ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি ছিল নিয়মিত।

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসামডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা।

পরিবার সূত্রে জানা যায়, মাত্র চার মাসের পরিচয়ের মধ্যে ২০২৩ সালের ৪ ডিসেম্বর মেঘনা ও রাষ্ট্রদূতের মধ্যে ‘গোপনে বাগ্‌দান’ হয়। পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ চলছিল। মেঘনা জানিয়েছিলেন, বিয়ের পর তাঁরা সৌদি আরবে স্থায়ী হবেন। কিন্তু কিছুদিন পর মেঘনার কাছে রাষ্ট্রদূতের বৈবাহিক সম্পর্ক ও সন্তান থাকার তথ্য পৌঁছায়। নিজেকে প্রতারিত মনে করে তখন থেকে সম্পর্ক নিয়ে জটিলতা শুরু হয়।

মেঘনার পরিবারের অভিযোগ, এর পর থেকে রাষ্ট্রদূত নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকেন। এরই মধ্যে হঠাৎ মেঘনা নিখোঁজ হন। সামাজিক যোগাযোগমাধ্যমে অপহরণের গুঞ্জন ছড়িয়ে পড়লে গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, তাঁকে ‘নিরাপত্তা হেফাজতে’ নেওয়া হয়েছে।

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারেসৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে।

ডিএমপির ভাষ্য, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, আন্তর্জাতিক কূটনীতিতে বিভ্রান্তি ছড়ানো এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেঘনা আলম ২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন এবং বর্তমানে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
আবেগের ঝড় তুলে এলো তেরে ইশ্‌ক মেঁ- এর ট্রেলার Nov 15, 2025
img
'স্পিরিট'-এ প্রভাস আসছে নতুন লুকে Nov 15, 2025
img
জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ সোমবার Nov 15, 2025
img
গত ১৪ মাসে সব কিছু তছনছ হয়ে গেছে, হায় আল্লাহ এটা কী হলো : গোলাম মাওলা রনি Nov 15, 2025
img
‘সাইয়ারা’ সিনেমার আন্তর্জাতিক পুরস্কার অর্জনে অভিভূত পরিচালক Nov 15, 2025
img
ফিটনেসে অনুপ্রেরণা পেয়েছি ধর্মেন্দ্র থেকে: সালমান Nov 15, 2025
img
দ্বিতীয় মৌসুমে চলচ্চিত্র জগতে পা রাখবেন হীরামণ্ডির নারীরা Nov 15, 2025
লক্ষাধিক রুশ বোমার উৎপাদনে চাপে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা Nov 15, 2025
মামদানির প্রতি নিউইয়র্কবাসীর আস্থা, প্রশাসনে যোগ দিতে ৫০ হাজার আবেদন Nov 15, 2025
একসময় ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনই নষ্ট করত শিক্ষার্থীদের ক্যারিয়ার : ফরহাদ Nov 15, 2025
img
ভিজয় দেবরকোন্ডার প্রশংসায় আবেগতাড়িত রাশমিকা মন্দানা Nov 15, 2025
img
কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি Nov 15, 2025
img
পাথিরানাকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস Nov 15, 2025
img
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত Nov 15, 2025
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড! ঘটনায় ক্ষোভে/ ফুঁসছে সাধারণ মানুষের Nov 15, 2025
পুনরায় চালু হলো ঐতিহাসিক পি এস মাহসুদ Nov 15, 2025
img
'সাফল্যের জন্য ঘামই একমাত্র পথ' Nov 15, 2025
আখতার হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ! Nov 15, 2025
img
নতুন কোনো দাবি আমরা মানব না : মেজর হাফিজ Nov 15, 2025
img
তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনে রদবদল করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Nov 15, 2025