প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার, যে পরিণতি হলো প্রেমিকের
মোজো ডেস্ক 10:14AM, Apr 13, 2025
বিচ্ছেদের পর সাধারণত দেখা যায় কেউ মুখে অ্যাসিড ছোড়ে, কেউ ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেন, কেউ আবার প্রাক্তনের নামে অপপ্রচার চালান। তবে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক যুবক একটু ভিন্ন পথে হাঁটলেন— প্রাক্তন প্রেমিকার ঠিকানায় পাঠালেন একের পর এক উপহার, তাও সংখ্যায় প্রায় ৩০০টি!
এই উপহারগুলো পাঠানো হয় ধাপে ধাপে, আর সেগুলো ছিল ক্যাশ অন ডেলিভারি। মানে, উপহার নিতে হলে প্রেমিকাকেই দিতে হতো টাকা। প্রথম দিকে মেয়েটি বিষয়টিকে মজা ভেবে উড়িয়ে দিলেও, উপহারের সংখ্যা বাড়তে থাকায় বিরক্ত হয়ে পড়েন। ডেলিভারি বয়দের বারবার জানালেও উপহার নিতে রাজি হননি তিনি। ফলে একাধিক ই-কমার্স প্ল্যাটফর্ম মেয়েটির অ্যাকাউন্ট ব্লক করে দেয়।
শেষমেশ উপায় না পেয়ে পুলিশে অভিযোগ করেন তরুণী। তদন্তে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম সুমন শিকদার। তাদের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছিল গত নভেম্বরে। অভিযোগ, সম্পর্ক ভাঙার পেছনে কারণ ছিল দামি উপহারের দাবি— যা পূরণে অক্ষম ছিলেন সুমন। সেই ক্ষোভ থেকেই এই অদ্ভুত ‘প্রতিশোধ’ নেওয়ার পরিকল্পনা করেন তিনি।