প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

প্রেমে পাগলামির উদাহরণ এর আগে অনেক দেখা গেছে, কিন্তু এবার সোজা স্যুটকেসে ভরে প্রেমিকা হোস্টেলে ঢোকানোর চেষ্টা! ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার সোনিপতের ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ে।

এক ছাত্র তার গার্লফ্রেন্ডকে ছেলেদের হোস্টেলে আনতে গিয়ে নিরাপত্তার বাঁধা টপকাতে খানিকটা সিনেমার কায়দায় কাজ সারতে চেয়েছিলেন। বড় একটি স্যুটকেসে প্রেমিকাকে ঢুকিয়ে হোস্টেলের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু দরজার নিরাপত্তাকর্মীরা বিষয়টি ধরে ফেলেন। পরে স্যুটকেস খুলতেই দেখা যায় ভেতরে কুঁকড়ে বসে থাকা এক তরুণী।

এই ঘটনাটির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। কেউ বলছেন, "ভালোবাসা তো অন্ধ হয়, এবার দেখি স্যুটকেসে বন্দিও!", আবার কেউ বলছেন, "বাহ, মিশন ইম্পসিবল: লাভ ভার্সন!"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য বিষয়টিকে ততটা গুরুতরভাবে দেখছেন না। জনসংযোগ কর্মকর্তা বলেন, "ছাত্ররা একটু দুষ্টুমি করেছে, এটাকে বড় করে দেখার কিছু নেই।"

তবে ঘটনার তদন্ত চলছে কিনা বা সংশ্লিষ্ট ছাত্রদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিশ্ববিদ্যালয়।

নেটিজেনদের কেউ কেউ মজা করে বলছেন—
🔹 "আসলে ভালোবাসা মানেই ফিট হয়ে যাও!"
🔹 "ভবিষ্যতে হয়তো প্রেমিকার জন্য হোস্টেলেও 'লাগেজ স্ক্যানার' বসাতে হবে!"


এসএস/এসএন

Share this news on: