মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গতকাল 'মার্চ ফর গাজা' কর্মসূচি পালন হয়েছে রাজধানী ঢাকায়। কর্মসূচির আয়োজন করেছিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফরম। এই কর্মসূচিতে অংশ নিয়ে সামনে ছিলেন ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি।গতকালের এই কর্মসূচি নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি।
সেখানে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বার বার এভাবে মিলত হবে দেশবাসী। আজ রবিবার বিকেল ৩টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে এ কথা বলেন আজহারি।
ওই পোস্টে তিনি বলেন, 'গতকাল ঢাকার চারদিক থেকে তেজদীপ্ত মানব প্লাবনের উত্তাল তরঙ্গ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক মোহনায় মিলিত হয়েছিল। এটি শুধু একটি মার্চ ছিল না, ছিল বিবেকের ডাক! ন্যায়ের পক্ষে ইমানি হাজিরা! ঐক্যবদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
তিনি আরো বলেন, 'ঠিক কবে গোটা বাংলাদেশ এমন করে একত্রিত হয়েছিল তা হলফ করে বলা মুশকিল। দেশের স্বার্থে ও উম্মাহর প্রয়োজনে ঠিক এভাবেই আমরা বারবার একত্রিত হবো। এভাবেই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।'
এমআর/টিএ