রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কাউন্টার নিয়ে মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের কারণে রোববার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সড়ক অবরোধ করা হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাখালীর মূল সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
সড়ক অবরোধের কারণে শুধু মহাখালী নয়, আশপাশের এলাকাও তীব্র যানজটে থেমে যায়। সাতরাস্তা, বনানী ও গুলশান পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জানান, কাউন্টার ঘিরে বিরোধের একপর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বনানী ও তেজগাঁও থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। টানা আলোচনা শেষে রাত রাত সাড়ে ১২টায় সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আরএ