রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল এক যুবকের
মোজো ডেস্ক 02:24AM, Apr 14, 2025
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায়।
নিহত সাইফুল ইসলাম রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে। আহতরা হলেন- একই ক্যাম্পের সি ব্লকের সোনা মিয়ার ছেলে জোবাইর ও মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ রফিক।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি জানান, রোববার সন্ধ্যার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।