মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ৩

মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মশিউর রহমান (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মশিউর রহমান রংপুর সদর উপজেলার কাটাবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহতরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নাগেরচর গ্রামের আব্দুল হকের ছেলে হিমেল (৩২), ফরিদপুর জেলার সালথা উপজেলার সোনাকান্দি গ্রামের ফারুক মোল্লার ছেলে এনামুল (৩৮) এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আবু তালেবের ছেলে মাসুম বিল্লাহ (২৫)। তাদের মধ্যে হিমেল ছাড়া বাকি তিনজন একটি স্থানীয় কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ হোসেন বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় একটি সিএনজি অটোরিকশা ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় সিএনজির চার আরোহী আহত হন।

তাদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খন্দকার আরশাদ কবির বলেন, 'রাত ৭ টা ৫০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় চার জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা মশিউর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করি। এনামুল এবং মাসুম বিল্লাহ নামে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত অপরজন হিমেলকে এই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে'।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, 'নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা ঘাতক বাসটিতে শনাক্ত করার চেষ্টা করছি।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ সফরে ভারতীয় স্কোয়াডে রদবদল Apr 15, 2025
img
রাজশাহীতে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ Apr 15, 2025
img
এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা ডি’আর্সি Apr 15, 2025
img
এনসিপি এখন গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে রেখে এগিয়ে যাচ্ছে : নাহিদ Apr 15, 2025
img
চিনে বোয়িং নিষিদ্ধ, শুল্কযুদ্ধের নতুন ধাক্কা! Apr 15, 2025
img
নববর্ষে ইলিশের লেজ ভর্তা আর লাল চালের পান্তা করেছেন জয়া Apr 15, 2025
img
জংলির প্রশংসায় পঞ্চমুখ বরবাদের পরিচালক Apr 15, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ Apr 15, 2025
img
শিগগিরই জিডি ও এফআইআর অনলাইন করা হবে : খোদা বখস চৌধুরী Apr 15, 2025
img
ভোটের সামগ্রীর চাহিদা নিরূপণ ও মজুদ যাচাই হচ্ছে : ইসি সচিব Apr 15, 2025