ব্রাহ্মণবাড়িয়ায় সালিসে ধার্য করা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খালপাড় ও পীরবাড়ী এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।পরে খবর পেয়ে পুলিশ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২০ রমজান লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এতে জুয়েল আহত হয়। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গরা শালিসের মাধ্যমে সমাধান করে।
শালিসের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল জরিমানার এক লক্ষ ২০ হাজার টাকা জুয়েলকে দেওয়ার কথা। সেটা না দেওয়ায় রবিবার (১৩ এপ্রিল) রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর জেরে সোমবার সকালে উভয়পক্ষ ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটকজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফপি/টিএ