‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া নাম: ফরহাদ মজহার

‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেওয়া একটি নাম, যেখানে দেশের আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে কোনও মঙ্গল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন।

তিনি আরও বলেন, ‘মঙ্গল’ আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি হলো বিজু, বিহু, বৈসাবি, সাধুমণ্ডলীর সংস্কৃতি। এটাই প্রকৃত মঙ্গল যেখানে সবাই অন্তর্ভুক্ত, কেউ বাদ পড়ে না। 

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, আজ যা হচ্ছে সেটিই আসল মঙ্গল। কারণ এখানে সবাই অন্তর্ভুক্ত, কেউ বাদ নেই। এছাড়া, শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ে আবদ্ধ ছিল। যা এখন ভেঙে গেছে।

তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছিল। আমরা তাদের রাজনৈতিকভাবে যেমন পরাজিত করেছি, তেমনি সাংস্কৃতিকভাবেও তাদের বিতাড়িত করবো।

আমাদের সংস্কৃতিতে ‘মঙ্গল’ বলতে কিছু নেই মন্তব্য করে তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতি বিজু-বিহু-বৈসাবি। বাঙালি জাতীয়তাবাদের কথা বলে এতদিন যাদের (বাঙালি ছাড়াও দেশের অনেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) বিরুদ্ধে এ রাষ্ট্র গড়ে উঠেছিল, আজ তারা হাজির। তারা আজ উৎসব করছে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ— এ দুটি একইসঙ্গে উদযাপনের উপলক্ষ এনে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।

তিনি বলেন, ভূ-রাজনৈতিকভাবে যে জটিলতা তৈরি হয়েছে, তার বিপরীতে এটি বাংলাদেশের জনগণের স্পষ্ট বার্তা। বহির্বিশ্বকে বুঝিয়ে দেওয়া, বাংলাদেশ আসলে কী। আমরা দুনিয়া জয় করবো।

পহেলা বৈশাখের শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ের মধ্যে ছিল উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ফ্যাসিস্টরা এটি নিজেদের মতো করে ব্যবহার করেছে। তাদের বলয় আজ ভেঙে গেছে।

এসএম/টিএ

Share this news on: