বাংলাদেশ সফরে ভারতীয় স্কোয়াডে রদবদল

স্বাধীনতা দিবসের রেশ কাটতেই বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সোমবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই সফরের সূচি ঘোষণা করেছে। অগস্ট মাসে মিরপুর ও চট্টগ্রামে হবে মোট ছয়টি ম্যাচ—তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

সূচি অনুযায়ী:
🔹 ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ: ১৭ অগস্ট, মিরপুর

দ্বিতীয় ম্যাচ: ২০ অগস্ট, মিরপুর

তৃতীয় ম্যাচ: ২৩ অগস্ট, চট্টগ্রাম

🔹 টি-টোয়েন্টি সিরিজ

প্রথম ম্যাচ: ২৬ অগস্ট, চট্টগ্রাম

দ্বিতীয় ম্যাচ: ২৯ অগস্ট, মিরপুর

তৃতীয় ম্যাচ: ৩১ অগস্ট, মিরপুর

জানা গেছে, ইংল্যান্ড সফরের কারণে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহদের মতো সিনিয়রদের বিশ্রামে পাঠাতে পারে BCCI। ফলে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে বেশ কিছু তরুণ মুখ, যারা নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রমাণ করার সুযোগ পাবেন।

এ সিরিজকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে—তাই তরুণ ভারতীয় দলের বিপক্ষে টাইগারদের মুখোমুখি লড়াই যে জমজমাট হবে, তা বলাই বাহুল্য।    

এফপি/টিএ 

Share this news on: