২০২৬ বিশ্বকাপে খেলবে মেসি, বলছেন সুয়ারেজ

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপ খেলবেন বলেন জানিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালে খেলোয়াড়দের অবসর নিয়েই আলোচনা হয় বেশি। ৩৭ বছর বয়সী লিওনেল মেসিকে নিয়েও ব্যতিক্রম কিছু হচ্ছে না। কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর অবসরের আলোচনা আরো জোরেশোরে হয়েছে বা হচ্ছে। কেননা মেসির তো আর কোনো কিছু চাওয়ার নেই।

ফুটবলে জেতা সম্ভব সম্ভাব্য সবকিছুই পেয়েছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। কিন্তু যার অবসর নিয়ে কথা হচ্ছে তার কোনো সাড়া শব্দ নেই। অনেকটা যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শী ঘুম নাই।

মেসির অবসরের সঙ্গে আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে।
২০২৬ বিশ্বকাপে কি খেলবেন তিনি। দুটি বিষয় নিয়েই অনেকবারই আর্জেন্টিনার অধিনায়ককে প্রশ্ন করা হলেও সরাসরি কোনো উত্তর দেননি তিনি। অনেকটা মুখে কুলুপ এঁটে আছেন তিনি। সময় হলেই জানবেন এমন উত্তর দিয়ে পাশ কাটিয়ে যান বার্সেলোনার কিংবদন্তি।

মানুষের মনের কথা জানা না গেলেও কিছুটা হলেও আঁচ পাওয়া যায়। আর সেই আঁচ পান পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা। সেই হিসেবে মেসির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম লুইস সুয়ারেজ। একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠও মাতাচ্ছেন তারা। একসঙ্গে থাকার কারণেই এবার বন্ধুকে নিয়ে একটা বার্তা দিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা উরুগুয়ের স্ট্রাইকার।

তিনি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুয়ারেজের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে অবসর নিচ্ছেন তার বন্ধু মেসি। এমন প্রশ্ন শুনে ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘অবসর? আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার ইচ্ছা আছে মেসির। অবসরের পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করি না।’

শুধু সুয়ারেজ নন, মেসিকে বিশ্বকাপে দেখতে চান তার আর্জেন্টিনা দলের কোচ ও সতীর্থরাও। সিদ্ধান্তটা এখন শুধুই মেসির।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি: নাহিদ Apr 19, 2025
img
কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, নিহত অন্তত ১৪৮ Apr 19, 2025
img
‘দাগি’ শুধু সিনেমাই নয়, একটা অভিজ্ঞতা : মেহজাবীন Apr 19, 2025
img
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫১ জন Apr 19, 2025
img
‘গোল্ডেন ডোম’ নির্মাণ শুরু করছে যুক্তরাষ্ট্র Apr 19, 2025
img
ভুয়া নথিপত্র দাখিলকারীদের ভিসা দেয় না যুক্তরাষ্ট্র Apr 19, 2025
img
আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি ট্রাম্পের Apr 19, 2025
img
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি Apr 19, 2025
img
জংলির শো বাড়ল তিনগুণ Apr 19, 2025
img
‘লজ্জা ২’ প্রশ্ন তুলল—‘ভারবাল অ্যাবিউজ’ নিয়ে ভদ্র সমাজের এত সংকোচ কেন? Apr 19, 2025