এসএসসি পরীক্ষায় বই দেখে লেখার কারণে ঝালকাঠির নলছিটিতে কারিগরি পরীক্ষা কেন্দ্রের চার পরীক্ষার্থীকে বহিষ্কার ও আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) নলছিটির ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কয়েকটি কক্ষে গণিত পরীক্ষা চলাকালীন বই দেখে পরীক্ষা দিচ্ছিলেন পরীক্ষার্থীরা। এসময় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ঘটনায় চার শিক্ষার্থীকে পরবর্তী সকল পরীক্ষায় বহিষ্কার এবং কেন্দ্র-সচিব ও আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।
পরীক্ষার হলে বই দেখে লেখার অপরাধে সহযোগিতা করায় আট শিক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও লিখিতভাবে জানিয়েছেন বলে জানান কেন্দ্র সচিব ফিরোজ আলম। শাস্তি পাওয়া শিক্ষকরা হলেন: কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, শিক্ষার মান নিশ্চিতে চলমান এসএসসি পরীক্ষায় যাতে কেউ কোনো প্রকার অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে নলছিটি উপজেলা প্রশাসন। কোনো পরীক্ষা কেন্দ্রে অনিয়ম হলে অনিয়মকারীদেরকে ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
এদিকে জেলার রাজাপুর উপজেলায় গণিত পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসারের সামনে নকলসহ ধরা পড়ায় এবং জেলা ভিজিল্যান্স টিমের সদস্য জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সামনে হাতেনাতে ধরা পড়ায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে কর্তব্যরত কক্ষ পরিদর্শক কর্তৃক দুজন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আরআর/টিএ