চাঁদপুরে নিজ কক্ষ থেকে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে শাহরাস্তিতে রাকিব হাসান (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় ভাড়া বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানে রশি বেঁধে আত্মহত্যা করেন তিনি। শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজার জনতা ব্যাংক শাখার ঋণ বিভাগের কর্মকর্তা ছিলেন রাকিব হাসান।

শরীয়তপুর জেলার জাজিরার পাঁচুকান্দি এলাকার সিরাজ সরদার ও লিলি বেগম দম্পতির সন্তান ব্যাংক কর্মকর্তা রাকিব হাসান।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সূচিপাড়া বাজারের আপন প্লাজা নামে ৫ তলা একটি বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে রাকিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে রাকিব হাসানের মরদেহ সিলিং ফ্যানে ঝুলছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান রাকিব হাসান। পরে রাতের কোনো এক সময় আত্মহত্যার ঘটনা ঘটান তিনি।

পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ব্যাংক কর্মকর্তা রাকিব হাসান সম্পর্কে সহকর্মীরা জানান, গত কয়েকদিন ধরে বেশ হতাশায় ছিলেন রাকিব। জনতা ব্যাংকে চাকরির পাশাপাশি বিসিএস পরীক্ষায় অংশ নেন। শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ জানান, বেশ নিরিবিলি স্বভাবের ছিলেন রাকিব হাসান।

এদিকে, রাকিব হাসানের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে চাঁদপুরে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নাসির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি প্রধান কার্যালয় থেকেও কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত সহকর্মীর মৃত্যু সম্পর্কে অন্য কোনো মন্তব্য করতে রাজি নয় ঘটনাস্থলে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক নিয়ে যা জানা গেল Apr 16, 2025
তেজগাঁওয়ে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ Apr 16, 2025
গাড়ি পার্কিংয়ের চাঁদা আদায় করা যুবক নিয়ে যা জানা গেল Apr 16, 2025
টিউলিপের বিরুদ্ধে অবৈধভাবে ফ্ল্যাট দখলের মামলা দুদকের Apr 16, 2025
নির্বাচনি সামগ্রী কেনাকাটায় তিন থেকে চার মাস লাগবে: ইসি সচিব Apr 16, 2025
এসএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী Apr 16, 2025
গার্মেন্টস শিল্পকে চাপে ফেলতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত Apr 16, 2025
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জামায়েত Apr 16, 2025
অত্যাধুনিক লেজার ওয়েপেনের সফল পরীক্ষা চালাল ভারত Apr 16, 2025
আমি কোন অপরাধ করিনি: সাকিব আল হাসান! Apr 16, 2025