রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল এক যুবকের

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে লাঠির আঘাতে মো. সলিম নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের এফ/৬৯ ব্লকে এ ঘটনা ঘটেছে ৷

নিহত মো. সলিম (৪৩) একই ক্যাম্পের সৈয়দ আলীর ছেলে।

জানা গেছে, যায়, নিহত মো. সলিমের সঙ্গে একই এলাকার মো. আব্বাসের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সলিমের মাথায় ও মুখে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে আইওএম হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, সন্ধ্যায় পারিবারিক কলহের খবর শুনে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে কক্সবাজার হাসপাতালে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

ওসি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান ওসি।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

নির্বাচনি সামগ্রী কেনাকাটায় তিন থেকে চার মাস লাগবে: ইসি সচিব Apr 16, 2025
এসএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার শিক্ষার্থী Apr 16, 2025
গার্মেন্টস শিল্পকে চাপে ফেলতেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত Apr 16, 2025
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জামায়েত Apr 16, 2025
অত্যাধুনিক লেজার ওয়েপেনের সফল পরীক্ষা চালাল ভারত Apr 16, 2025
আমি কোন অপরাধ করিনি: সাকিব আল হাসান! Apr 16, 2025
পিএসএলে টাইগার স্পিনার রিশাদের জাদুকরী আবারও হলেন গেম চেঞ্জার! Apr 16, 2025
ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি ঘোষণা বিসিবির Apr 16, 2025
img
সালমানের দুর্দিনে পাশে রয়েছেন অক্ষয় Apr 16, 2025
img
জুলাই আন্দোলনের সময় সেই হাসিমাখা ছবির পেছনের গল্প জানালেন সাকিব Apr 16, 2025