পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় ৫০ শতাংশ কমানোর পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈশ্বিক কূটনৈতিক কার্যক্রমে নজিরবিহীন কাটছাঁটের প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচি ও দূতাবাস বন্ধ করে প্রায় ৫০ শতাংশ বাজেট কমানোর পরিকল্পনা রয়েছে এ প্রস্তাবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, একটি অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। প্রস্তাবিত পরিকল্পনায় জাতিসংঘ ও ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থার জন্য যুক্তরাষ্ট্রের তহবিল কার্যত সম্পূর্ণভাবে বাতিল করার কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক শান্তিরক্ষা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির তহবিলও কমিয়ে আনার কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে ফুलব্রাইট প্রোগ্রামের মতো মর্যাদাপূর্ণ বৃত্তি।

এই পরিকল্পনার পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি ব্যয় কমানো ও বৈশ্বিক মঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হ্রাস করার বৃহত্তর লক্ষ্য রয়েছে।

তবে মার্কিন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন এই প্রস্তাবিত বাজেট কাটছাঁটকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে। রাশিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল এটিকে ‘চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশাল উপহার’ বলে মন্তব্য করেছেন।

নিউইয়র্ক টাইমস জানায়, এ নথিতে বলা হয়েছে, ২০২৬ অর্থবছরের জন্য (যা শুরু হবে ১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ২৮.৪ বিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব করতে যাচ্ছে, যা ২০২৫ সালের তুলনায় ২৬ বিলিয়ন কম।

মানবিক সহায়তা নিয়ে নথিতে খুব বেশি কিছু বলা না হলেও, টাইমস জানায়—ট্রপিক্যাল রোগ মোকাবিলা, উন্নয়নশীল দেশের শিশুদের জন্য টিকা সরবরাহ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে থাকা কর্মসূচিগুলো বাতিল করার কথা বলা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি—যেটিকে ট্রাম্প ও ইলন মাস্ক বন্ধ করার লক্ষ্যে রেখেছেন—তাকে নথিতে সম্পূর্ণভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিলীন ধরা হয়েছে।

প্রস্তাব অনুমোদনের পূর্ণ ক্ষমতা কংগ্রেসের হাতে, যেখানে রিপাবলিকানরা নিয়ন্ত্রণে থাকলেও অধিকাংশ আইন পাসে ডেমোক্রেটদের ভোট প্রয়োজন। ফলে বাজেট নিয়ে আইনপ্রণেতাদের আলোচনায় এ প্রস্তাব বড় প্রভাব ফেলতে পারে।

সরকারি দপ্তরগুলোকে এই সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউসকে বাজেট কমানোর পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১০ এপ্রিলের ওই নথিতে সায় দিয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। তবে বাজেট কাটা নিয়ে কংগ্রেসে পাঠানোর আগে তাঁর অনুমোদন প্রয়োজন হবে।

পাঞ্চবোল নিউজ জানায়, প্রস্তাবে ১০টি দূতাবাস ও ১৭টি কনস্যুলেট বন্ধের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরিত্রিয়া, লুক্সেমবার্গ, দক্ষিণ সুদান ও মাল্টায় অবস্থিত মিশনগুলো।

ফ্রান্সে পাঁচটি ও জার্মানিতে দুটি কনস্যুলেট বন্ধ করার সুপারিশ রয়েছে। এছাড়া স্কটল্যান্ড ও ইতালির কনস্যুলেটও রয়েছে তালিকায়।

কানাডায় মন্ট্রিয়াল ও হ্যালিফ্যাক্সে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ছোট করে আনার কথা বলা হয়েছে, যেখানে ‘ন্যূনতম স্থানীয় সহায়তা নিয়ে সীমিত কূটনীতি’ পরিচালনার পরিকল্পনা রয়েছে।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থায় যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংশ্লিষ্ট শহরের দূতাবাসে একীভূত করা হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু শিশু খাদ্যপণ্য প্রত্যাহার করছে নেসলে Jan 07, 2026
img
সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক Jan 07, 2026
img

এহছানুল হক মিলন

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’ Jan 07, 2026
img
গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের পাশে ন্যাটোর ৬ দেশ Jan 07, 2026
img
জেনে নিন শীতকালে আঙুর খাওয়ার উপকারিতা Jan 07, 2026
img
রাজ ও ডিকের সঙ্গে সালমান খানের জুটি? অ্যাকশন কমেডিতে বক্স অফিসের নতুন বাজি Jan 07, 2026
img
বিরতির পর আজ মাঠে ফিরছে নারী ফুটবল লিগ Jan 07, 2026
img
হাজার কোটি টাকার ৩টি ছবির অংশ সঞ্জয় দত্ত! Jan 07, 2026
img
সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ Jan 07, 2026
ভেনেজুয়েলার শ্বাসরুদ্ধকর অভিযানের তথ্য প্রকাশ করলো পেন্টাগন Jan 07, 2026
মাদুরোর পরিণতির মুখে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিলেন গুস্তাভো পেত্রো Jan 07, 2026
জামায়াত জোটে আসন কমতে পারে এনসিপির! Jan 07, 2026
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পকে যে হুঁশিয়ারী ব্রিটিশ প্রধানমন্ত্রীর Jan 07, 2026
জকসুর ভোট গণনা নিয়ে দুঃসংবাদ Jan 07, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 07, 2026
গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার Jan 07, 2026
জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ Jan 07, 2026
বহু অনুরোধেও স্বামীর ‘ধুরন্ধর’ ছবিতে জায়গা পেলেন না ইয়ামি গৌতম Jan 07, 2026
মিনিটে ১ কোটি পারিশ্রমিক! বলিউডে নতুন যে ইতিহাস করলেন তামান্না Jan 07, 2026
রাষ্ট্রীয় নিরাপত্তা দিলেও ভারতে খেলতে যাব না : আসিফ আকবর Jan 07, 2026