বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) উৎসবের আমেজে মেতেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। মঙ্গল শোভাযাত্রা, ব্যবসায়ীদের হালখাতা, মন্দিরে ভক্তদের ঢল– ছিল না কোনো কিছুর কমতি।
এদিন বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠান হালখাতা পালনের মাধ্যমে গ্রাহকদের স্বাগত জানাল। দোকানে দোকানে ছিল মিষ্টিমুখ আর পূজার আয়োজন। দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে লক্ষ্মী-গণেশের পূজায় অংশ নিতে সকাল থেকে মানুষের লাইন দেখা যায়।
বেশিরভাগ সময় দেখা যায় কলকাতায় বাংলা নতুন বছরের প্রথম দিনটা ভয়াবহ গরম দিয়ে শুরু হয়েছে। ১০ বছর আগে ১৪২৩ বঙ্গাব্দে (২০১৬ সাল) পয়লা বৈশাখেই ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সেদিক থেকে ব্যতিক্রমী ছিল ১৪৩২ বঙ্গাব্দের (২০২৫ সাল) পয়লা বৈশাখ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ সেলসিয়াস। তাই বলা যায়, ১৪৩২–এর পয়লা বৈশাখ গত দশ বছরের শীতলতম নববর্ষের নজির গড়ল।
১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে দিনভর কলকাতার রাজপথ ছিল আনন্দমুখর। আনন্দযাত্রায় পা মেলান বাংলার সব ধর্মের মানুষ। শামিল হন কলকাতার নবীন থেকে প্রবীণ। শোভাযাত্রায় পা মেলায় শহরের শিক্ষার্থীরা। নাচে গানে ছন্দে, বিভেদ ভুলে সম্প্রীতির বার্তা দিলেন সমাজের সব স্তরের মানুষ।
আরএম/টিএ