ধোনির ইনজুরির শঙ্কা, ভিডিও প্রকাশ্যে

চেন্নাই সুপার কিংসের সময়টা আইপিএলে খুব একটা সুখে কাটছে এমন বলা চলে না। ৭ ম্যাচের মধ্যে ৫ হার নিয়ে অনেকটা ‘ডু অর ডাই’ অবস্থায় দিন পার করছে তারা। প্লে-অফে যেতে হলে প্রতিটা ম্যাচই এখন গুরুত্বপূর্ণ পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য। নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পেয়ে ইতিবাচক বার্তাও অবশ্য দিয়েছে সিএসকে।

তবে স্টিফেন ফ্লেমিংয়ের দলকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য বিষয়ও খুব একটা স্বস্তি দিচ্ছে না। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এরই মাঝে ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। তার বদলে অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে। এবার তাকে নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি আইপিএলে নিজেদের টিম হোটেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। লখনৌর বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পরেই প্রকাশ্যে এসেছে এই ভিডিও। এমনিতেই হাঁটুর চোট ধোনির দীর্ঘদিনের পুরাতন সঙ্গী। নতুন করে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে তাই অনেকেই প্রকাশ করেছেন শঙ্কা। যদিও এই নিয়ে চেন্নাইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা গিয়েছে ডান পায়ে খানিক অস্বস্তি থাকায় খুঁড়িয়ে হাঁটছেন ধোনি। বাইরে দর্শকদের উল্লাসধ্বনির দিকেও খুব একটা ভ্রুক্ষেপ নেই সাবেক ভারতীয় অধিনায়কের। উইকেটের পেছনে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিং অর্ডারে পর্যাপ্ত ব্যাকাপ না থাকায় ধোনিকেই বেশিরভাগ ম্যাচে হাল ধরতে হচ্ছে সিএসকের হয়ে। পুরো দলকে এক করে দায়িত্বটাও অভিজ্ঞ এই ক্রিকেটারের কাঁধে।

এমন অবস্থায় ধোনিকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না, তাও একটা বড় প্রশ্ন। অবশ্য চেন্নাই ভক্তদের জন্য স্বস্তি, আইপিএলে তাদের পরের ম্যাচ আগামী ২০ তারিখ। সেদিন তাদের মুখোমুখি হবে আরেক হেভিওয়েট দল মুম্বাই ইন্ডিয়ান্স। বড় ইনজুরি না হলে সেদিন মাঠে দেখা যেতে পারে ধোনিকে। 


আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025
img
গত ১৫ বছরে থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ-যুবলীগের ক্লাব ছিল: ব্যারিস্টার খোকন Apr 19, 2025