সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের গ্রেপ্তার শুনানির সময় আদালতে একটি দৃশ্যমান মুহূর্ত ঘটে। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ইনু হেসে মেননকে বলেন, "দিন আমাদেরও আসবে।" মেনন মুচকি হাসলেও কোনো উত্তর দেননি।
সকালেই কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় ইনু ও মেননকে। মেননের হাতে ছিল পাউরুটি, যা দেখে উপস্থিত সাংবাদিকরা তার নাস্তা সম্পর্কে প্রশ্ন করেন। ইনু হাসতে হাসতে বলেন, "যে লাউ, সেই কদু।" মেননও মুচকি হাসেন।
শুনানি চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থক আইনজীবীরা তাদের শাস্তির দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিচারক আসামিদের নির্বিঘ্নে হাজতখানায় নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে আদালত ইনু ও মেননের সাত ও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টিএ/
টিএ/