ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুন : ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জ: মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খান দায়িত্ব পালন করবেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৬ এপ্রিল বুধবার জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শিল্পীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে।

শিল্পী মানবেন্দ্র ঘোষের দাবি, পয়লা বৈশাখে তিনি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেননি, বরং বাঘের মোটিফ তৈরি করেছেন। তবে কিছু সামাজিক মাধ্যমে শেখ হাসিনার মুখাকৃতি বানানোর বিষয়টি প্রচারিত হয়েছিল। মানবেন্দ্রের পরিবারের দাবি, এই বিতর্কের জেরে আওয়ামী লীগের একাংশের ক্ষোভের কারণে ঘটনাটি ঘটেছে।

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। এই ঘটনার পর মানবেন্দ্র ঘোষ নিরাপত্তা সংকটের কথা জানিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানিয়েছেন, আগুন দেওয়ার ঘটনা ঘটনার পর তিনি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। পুলিশ ও সিআইডির টিম ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে এবং শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে, এবং পরিস্থিতি শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025
img
গত ১৫ বছরে থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ-যুবলীগের ক্লাব ছিল: ব্যারিস্টার খোকন Apr 19, 2025
img
ভরা মৌসুমে ৩০ টাকার পেঁয়াজ ৭০ টাকা Apr 19, 2025