সুপ্রিম কোর্টে বিশেষ চাহিদা সম্পন্ন দুটি টয়লেট চালু

সুপ্রিম কোর্টের মূল ভবন এবং এনেক্স ভবনে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বান্ধব স্বাস্থ্য সম্মত দুটি টয়লেট চালু হয়েছে। সুপ্রিম কোর্টের অনুমোদনক্রমে ব্রাক প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

বুধবার (১৬ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনির্মিত এ স্থাপনাগুলো পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পটি বাস্তবায়ন কর্তৃপক্ষ ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি এ উদ্যোগকে মর্যাদাপূর্ণ ন্যায়বিচারের পথে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, বারের সদস্যরা অথবা সাধারণ বিচারপ্রার্থী মানুষ, যারা বিভিন্ন প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসেন, ইতঃপূর্বে তাদের সুবিধার জন্য পাইলট প্রকল্প হিসেবে দুটো ডেডিকেটেড স্থানে পুরুষ, মহিলা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য টয়লেট চালু করা হয়েছে। এটি জনগণের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

এসময় পাইলট প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য ব্র্যাকের সদস্যদের ধন্যবাদ জানান প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১, ১৫, ১৯, ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদের মর্মানুসারে প্রত্যেক নাগরিকের সম্মানজনক জীবনযাপন, সমান অধিকার, ন্যায়বিচার প্রাপ্তি ও রাষ্ট্রীয় সেবায় অবাধ প্রবেশাধিকার রয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে আদালতে প্রাঙ্গণে অনেক সময়েই নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য এই প্রবেশাধিকার নানা কাঠামোগত চ্যালেঞ্জের কারণে সহজলভ্য নয়। ফলে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক টয়লেট সুবিধার অভাব অনেক সময় নারীদের ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আদালতে উপস্থিতি ও ন্যায়বিচার পাওয়ার পথকে দুরূহ করে তোলে। তারই প্রেক্ষাপটে, নব্য চালুকৃত আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্বলিত এই টয়লেট দুটি বিচারাঙ্গনের বিভিন্ন সুবিধাকে আরও মানবিক, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তোলার একটি প্রতীকী পদক্ষেপ। এই প্রকল্পটি ভবিষ্যতে দেশের অন্যান্য আদালত প্রাঙ্গণে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে। এটি বিচারপ্রার্থীদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে আরও অন্তর্ভুক্তিমূলক বিচারিক পরিবেশ তৈরি করবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025
img
সোশ্যাল মিডিয়া নয়, সাফল্যের মানদণ্ড হচ্ছে কাজ: পূজা হেগড়ে Apr 19, 2025
img
সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক Apr 19, 2025
img
‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠন করবে এনসিপি Apr 19, 2025
img
কক্সবাজার সৈকত থেকে ১২ রোহিঙ্গা আটক Apr 19, 2025