এক বছর নিষিদ্ধ ইংলিশ পেসার

ইংলিশ পেসার কিথ বার্কার ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার গত গ্রীষ্মে নিয়মিত ডোপ পরীক্ষায় নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। তার শাস্তির মেয়াদ গত বছরের জুলাই থেকে শুরু হয়, এবং প্রথমে তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়।

গত ৫ মার্চ অনুষ্ঠিত একটি শুনানিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এর ডোপিং-বিরোধী দুটি নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করেন বার্কার। তবে আগামী ৪ জুলাই থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে গত মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে ৪টি ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন বার্কার, যার গড় ছিল ২৪.৩৭। তিনি এখন পর্যন্ত ১৬৭ প্রথম শ্রেণির ম্যাচে ৫৩৩ উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৬ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৬৯ উইকেট রয়েছে তার নামের পাশে।

ব্যাটিংয়ে ও দারুণ সফল কিথ বার্কার। ২২৬ প্রথম শ্রেণির ইনিংসে ৬ সেঞ্চুরিতে ৫ হাজার ৪৫০ রান করেছেন, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৭ ইনিংসে ৬৩৯ রান এবং টি-টোয়েন্টিতে ৩৫ ইনিংসে ৩৮২ রান করেছেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ