সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা খোলা ড্রেনে পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—এনভয় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। তখন বাইপাইলগামী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে খোলা ড্রেনে পড়ে যায়। এতে অন্তত ৫-৬ জন আহত হন।
আহতদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং মরদেহ থানায় নিয়ে যায়।
আরআর/এসএন