অভিজিৎকে ঠান্ডা মাথায় সমালোচনার জবাব দিলেন এ আর রহমান

সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র সুরকার এ আর রহমান। তবে তার বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই তাকে নিয়ে সমালোচনা করছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। বিষয়টি নিয়ে চুপ থাকার পর অবশেষে তার জবাব দিলেন এ আর রহমান। তবে বেশ ঠান্ডা গলায়।

অভিজিৎ অভিযোগ করেছিলেন, রহমান আজকাল সংগীত তৈরির জন্য পুরোনো ঘরানার মিউজিশিয়ানদের বাদ দিয়ে বেশি করে কম্পিউটার নির্ভর প্রযুক্তি ব্যবহার করছেন।

এ প্রসঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে রহমান খুবই শান্ত ও সংযতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘সব দোষ আমার ঘাড়ে চাপানোটা বেশ সুবিধাজনক, তাই না? আমি এখনও অভিজিৎকে ভালোবাসি, ওর জন্য কেক পাঠাতে পারি। ওর নিজের একটা মত আছে, এবং মত থাকা দোষের কিছু নয়।’

রহমান জানান, তিনি বরাবরই প্রকৃত মিউজিশিয়ানদের সঙ্গেই কাজ করতে ভালোবাসেন। তার সংগীতের কাজগুলোতে বিপুল সংখ্যক শিল্পী যুক্তও থাকেন।

রহমান জানান, ‘সম্প্রতি আমি দুবাইতে ৬০ জন নারী মিউজিশিয়ান নিয়ে একটি অর্কেস্ট্রা গড়েছি। তাদের নিয়মিত বেতন, স্বাস্থ্য বীমা, এবং অন্যান্য সুবিধাও দেওয়া হচ্ছে। আমি যেই সিনেমায় কাজ করি, যেমন ‘ছাভা’ বা ‘পন্নিয়িন সেলভান’, প্রতিটি প্রজেক্টেই প্রায় ২০০ থেকে ৩০০ সংগীতশিল্পী কাজ করেন। এমনও হয়, একটি গানেই শতাধিক মানুষ যুক্ত থাকেন। কিন্তু আমি সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাই না, তাই কারও চোখে পড়ে না।’

এসএন 

Share this news on: