হজ মৌসুমে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের জন্য সৌদি আরব আবাসিক কর্মীদের জন্য ডিজিটাল হজ পারমিট চালু করেছে।
সৌদির পাসপোর্ট অধিদফতর জানিয়েছে, এই পারমিটের জন্য ‘আবশার’ এবং ‘মুকিম’ অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে, পাসপোর্ট অফিসে যাওয়ার দরকার হবে না।
‘আবশার’ প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহকর্মী, নির্ভরশীল ব্যক্তি, প্রিমিয়াম আবাসিক অধিকারধারী, বিনিয়োগকারী ও নাগরিকদের মায়েদের পারমিট দেওয়া হচ্ছে। ‘মুকিম’ প্ল্যাটফর্ম থেকে মক্কাভিত্তিক প্রতিষ্ঠান, মৌসুমি ভিসাধারী ও হজ মৌসুমে কাজের চুক্তি রয়েছে—এমন কর্মীদের অনুমতি দেওয়া হবে।
চলতি বছরের ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশের জন্য এই অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। পারমিট ছাড়া প্রবেশ করলে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত হজ ভিসা ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। এ সময় নাগরিক ও অন্যান্য ভিসাধারীরা ‘নুসুক’ প্ল্যাটফর্ম ব্যবহার করেও ওমরাহর অনুমতি পাবেন না।
আরআর/এসএন