আওয়ামী লীগ নেতার দেড় বছরের সশ্রম কারাদণ্ড

যশোর পৌরসভার অপসারিত মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশের দেড় বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একটি প্রতারণা মামলায় বুধবার (১৬ এপ্রিল) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রায় ঘোষণা করেন।

হায়দার গণি খান পলাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৪ সালের শেষ দিকে উপশহর এফ-ব্লকের ৮৩/১ বাড়ির ২.৯৩ শতক জমি বিক্রির জন্য ওই এলাকার আমজাদ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুনের সাথে সাড়ে চার লাখ টাকা দাম ঠিক করেন। অগ্রিম হিসেবে তিনি ওই বছরের ৯ অক্টোবর সুফিয়া খাতুনের কাছ থেকে ৬০ হাজার টাকা গ্রহণ করে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে দেন।

সুফিয়া খাতুন সরল বিশ্বাাসে বাকি তিন লাখ ৯০ হাজার টাকাও পরিশোধ করেন।

তবে, হায়দার গণি খান পলাশ সমুদয় টাকা গ্রহণ করলেও জমি রেজিস্ট্রি না করে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে তিনি ২০০৫ সালের ১৪ মার্চ এফিডেভিটের মাধ্যমে একটি আমমোক্তারনামা করে জমির দখল বুঝিয়ে দেন সুফিয়া খাতুনকে। দখল পেয়ে সুফিয়া খাতুন ওই জমিতে বাড়ি ও দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেন।

কয়েক মাস যেতে না যেতেই হায়দার গণি খান পলাশ ভাড়াটিয়াদের কাছ থেকে জোর করে ভাড়া আদায় শুরু করেন। ২০১৬ সালের ৮ জানুয়ারি এক সালিশে হায়দার গণি খান পলাশ জমির দখল ছাড়বেন না জানিয়ে চলে যান। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে সুফিয়া খাতুন ওই বছরের ২৮ জানুয়ারি হায়দার গণি খান পলাশকে আসামি করে আদালতে প্রতারণা মামলা করেন।
এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হায়দার গণি খান পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সাজাপ্রাপ্ত হায়দার গণি খান পলাশ বর্তমানে পলাতক রয়েছেন।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
টিভিতে আজকের খেলা Apr 19, 2025
img
ম্যারাথন দৌড়ানোর সময় শরীরে কী হয়? Apr 19, 2025
img
অ্যান্ড্রয়েডে বিনামূল্যে লাইভ জেমিনাই ভিডিও, স্ক্রিন শেয়ারিং Apr 19, 2025
img
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের Apr 19, 2025
img
রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ‘ইচ্ছা নেই’ ক্লপের Apr 19, 2025
img
জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনিং উইকেটের প্রয়োজন দেখেন না বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
হঠাৎ কেন অভিষেকের পকেটে তল্লাশি শুরু করেন সূর্যকুমার Apr 19, 2025
img
রিয়া মনির পাল্টা অভিযোগ, জানালেন হিরো আলমের কাছ থেকে বিদায় নেওয়ার কারণ Apr 19, 2025
img
জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ Apr 19, 2025
img
ড. ইউনূসের জনপ্রিয়তায় ভারত ও বিএনপি এত উদ্বিগ্ন কেন, প্রশ্ন এনসিপি নেতার Apr 19, 2025